মানবসভ্যতার শুরু থেকেই স্বর্ণ এক চিরন্তন সম্পদ। এর উজ্জ্বলতা হারায় না, মরচে ধরে না, আগুনেও নষ্ট হয় না। তাই হাজার বছর ধরে এটি শুধু গয়নার অলঙ্কার নয় বরং রাষ্ট্রীয় ভাণ্ডারের ভরসা, যুদ্ধ ও দুর্দিনে নিরাপত্তার ঢাল, অর্থনৈতিক স্থিতির স্তম্ভ এবং মানুষের চিরন্তন আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে। বিশ্বায়নের যুগে এসে স্বর্ণ আবারও প্রমাণ করছে—এটি নিছক ধাতু নয় বরং এক “স্ট্র্যাটেজিক অ্যাসেট”, যা বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতির টানাপোড়েনে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সবচেয়ে বড় ভরসা হয়ে উঠছে। ২০২৫ সালে এসে বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনায় স্বর্ণ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আমরা দেখতে পাই ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী- বিশ্বব্যাপী ২০২২ সাল থেকে কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রতিবছর গড়ে ১ হাজার টনের বেশি স্বর্ণ কিনছে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে তাদের হাতে জমা হয়েছে ৩৬ হাজার ৭০০ মেট্রিক টনের...