টোয়েন্টিফোর আওয়ার কংক্রিট সিলিন্ডার কম্পিটিশনে রানার্সআপ হয়েছে বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের ভাটারা থানা শাখা। আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত টোয়েন্টিফোর আওয়ার কংক্রিট সিলিন্ডার কম্পিটিশনে রানার্সআপ হওয়ায় বসুন্ধরা শুভসংঘ টিমকে বুধবার (২৪ সেপ্টেম্বর) পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাগীব আহসান, ম্যাক্সক্রিট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ ইমরান। টোয়েন্টিফোর আওয়ার কংক্রিট সিলিন্ডার কম্পিটিশনে বসুন্ধরা শুভসংঘ টিমের প্রতিনিধি এ ই এম ফাহিম হাসান, মো. সাব্বির হোসেন রুপক এবং মো. শাফায়াত হোসেন (সিয়াম) পুরস্কার গ্রহণ করেন। আয়োজকরা বলেন, এই ব্যতিক্রমী প্রতিযোগিতা আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সর্বনিম্ন খরচে শক্তিশালী কংক্রিট বানানো। প্রতিযোগীদের মধ্যে অপচয় রোধ...