কোনো দলের ‘অসাংবিধানিক আবদার’ মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলছেন, ‘‘যারা আইন-কানুন মেনে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের প্রতি আহ্বান করব, কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক— কোনো রকমের আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না। আমাদেরকে সাংবিধানিক ধারাবাহিকতায় থাকতে হবে। ‘‘এই সরকার যে সাংবিধানিক ধারাবাহিকতার সরকার, সেটা প্রধান উপদেষ্টা নিজেই বহুবার তার বক্তব্য বলেছেন। এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই আইনানুগভাবে ভবিষ্যতে এ রাষ্ট্রকে আইনের শাসনের রাষ্ট্র হিসেবে পরিচালিত ও প্রতিষ্ঠা করতে হবে।” ঢাকায় বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন বলেন, “আমরা যদি শুধু বলি যে, আইনের শাসনের রাষ্ট্র হবে, এই আইনের শাসনের রাষ্ট্রটা আমাদের প্র্যাকটিসে দেখাতে হবে, মুখে বললে হবে না। ‘‘আমরা যেটা প্রস্তাব করেছি...