এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক। তিনি অবশ্য বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে আগে ব্যাট করবে পাকিস্তান। ইনজুরির কারণে ভারতের পর আজকের ম্যাচেও খেলতে পারছেন না লিটন দাস। এছাড়া ভারতের বিপক্ষে খেলা একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন সাইফউদ্দিন, নাসুম ও তানজিদ হাসান। একাদশে এসেছেন তাসিকন আহমেদ, মাহেদী হাসান ও নুরুল হাসান সোহান। পাকিস্তান তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি।আরো পড়ুন:পাওয়ার প্লে-তে ২ উইকেটে ২৭ রান তুলল পাকিস্তানভারতের পর পাকিস্তানের বিপক্ষেও নেই লিটন টস জিতে বোলিং নেওয়ার বিষয়ে জাকের আলী জানিয়েছেন, তারা প্রথমে বল করে ভালো ফল পাচ্ছেন এবং সেই পরিকল্পনা বজায় রাখার ইচ্ছা রয়েছে। তিনি আরও বলেন, উইকেটটি শুকনো। টুর্নামেন্ট শুরুর আগেই...