নাট্যকার মুনীর চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর, ২০২৫ তারিখে ‘বাংলা নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব ও জন্মশতবর্ষে নাট্যকার মুনীর চৌধুরী’ শীর্ষক এই কনফারেন্সটি অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। কনফারেন্সে প্রবন্ধ জমা দেওয়ার জন্য বেশ কিছু উপবিষয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—বাংলা নাটকের উদ্ভব ও বিকাশে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব, নির্বাচিত নাটকে প্রাচ্য বা পাশ্চাত্য প্রভাব, নাট্যকার মুনীর চৌধুরীর জীবন-মানস ও তাঁর রচনার নবমূল্যায়ন, প্রবন্ধগুলো বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই জমা দেওয়া যাবে। নির্বাচিত প্রবন্ধগুলো কনফারেন্স উপলক্ষে প্রকাশিত ‘ভাষা-সাহিত্য পরিক্রমা’ জার্নালে প্রকাশ করা হবে। কনফারেন্সের সদস্য সচিব ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, ‘বাংলা...