ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া সরকার। গাজায় আগ্রাসন বন্ধের জন্য ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ২১ লাখ জনসংখ্যার এই দেশটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে দ্রুত ও কঠোর অবস্থান নিয়েছে। এর আগে জুলাইয়ে স্লোভেনিয়া ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভি ও অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল। এরপর দেশটি ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে আসা পণ্যের বাণিজ্যও বন্ধ করে...