২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমি-ফাইনালে টসভাগ্যে হাসল বাংলাদেশ। ফিল্ডিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক জাকের আলি। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। চোটের কারণে এই ম্যাচেও নিয়মিত অধিনায়ক লিটন দাসকে পাচ্ছে না বাংলাদেশ। ভারতের বিপক্ষে আগের দিন হারের ম্যাচের একাদশে বাংলাদেশ এনেছে তিনটি পরিবর্তন। ফেরানো হয়েছে অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান, অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মিডল অর্ডার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে। তাদেরকে জায়গা দিতে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও ব্যর্থতার বৃত্তে বন্দি ওপেনার তানজিদ হাসান। আর পাকিস্তান খেলছে আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া সেই একাদশ নিয়ে। এই ম্যাচের বিজয়ী দল...