বুটেক্স সাংবাদিক সমিতি সভাপতি রাফি, সাধারণ সম্পাদক শাহেদ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। বুটেক্স:বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আব্দুল্লাহ আল জাবের রাফি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক রূপালী বাংলাদেশ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাইফুল ইসলাম শাহেদ।নির্বাচিত সভাপতি মো. আব্দুল্লাহ আল জাবের রাফি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহেদ একই ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১:৩০ থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালীন প্রধান নির্বাচন কমিশনার, সহকারী নির্বাচন কমিশনার ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভোট গণনা শেষে বিকাল ৫টায় ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য...