ঠিক সেমিফাইনাল নয়, তবে ম্যাচটি অঘোষিত সেমিফাইনাল হিসেবেই পরিণত হয়েছে। আজ হারলেই বিদায়। জিতলে ফাইনাল। এমন একটি মাস্টউইন ম্যাচে জিততে পারবে বাংলাদেশ? যদিও গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক লিটন দাসকে। বাধ্য হয়ে নেতৃত্বের দায়িত্ব রয়েছে জাকের আলী অনিকের ঘাড়ে। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে টস করতে নেমে শুরুতেই জয় পেলেন বাংলাদেশ অধিনায়ক। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন জাকের আলী অনিক। ব্যাট করার আমন্ত্রণ জানালেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাকে। টস করতে নেমে কয়েন নিক্ষেপ করেন পাকিস্তান অধিনায়ক। আগের ম্যাচের মতো হেড কল করেন জাকের আলী অনিক এবং আজও টস জিতলেন তিনি। কেন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন? জাকের আলী বলেন, ‘আগের ম্যাচেও প্রথমে ভালো বোলিং করছে। একই পারফরম্যান্স আজও ধরে রাখার ইচ্ছা বাংলাদেশ দলের।’ জাকের আরও...