সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের দুই শেয়ারবাজারের। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২২ পয়েন্টের বেশি। শেয়ারদর বেড়েছে প্রায় ৪৪ ভাগ কোম্পানির। আগের দিনের চেয়ে বেড়েছে লেনদেনও। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে ৬৫ দশমিক তিন-নয় পয়েন্ট। বৃহস্পতিবার দিনের শুরু থেকে ইতিবাচক ছিল ঢাকার শেয়ারবাজার। প্রথম ২০ মিনিটে প্রধান সূচক বাড়ে ২৯ পয়েন্ট। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান-পতন। দিনশেষে ডিএসইএক্স সূচক ২২ দশমিক চার-আট পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪১৫ পয়েন্টে। মূল্যসূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনও। আজ মোট লেনদেন হয়েছে ৭০৮ কোটি ৯৪ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ১৩২ কোটি ৯৪ লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ারের।...