তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মিরপুরের ঋদ্ধি গ্যালারি অডিটোরিয়ামে থিয়েটার চারণিকের পঞ্চম প্রযোজনা ‘ঈশ্বর তুমি কোথায়’ নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে। যাতে উঠে আসবে এক রোহিঙ্গা নারীর দুঃখগাঁথা।জুয়েল কবির রচিত ও নির্দেশিত নাটকটি মঞ্চে উঠবে এদিন সন্ধ্যা ৭টায়। এতে একক অভিনয় করবেন সাফিয়া খন্দকার রেখা। নির্দেশক জানান, এক ঘণ্টা দশ মিনিট ব্যাপ্তির এই নাটকটি ইতোমধ্যে ১৪টি প্রদর্শনী হয়েছে। নাটকটির গল্প এমন, তাসমিদা জোহর, এক রোহিঙ্গা মুসলিম নারী। মিয়ানমারের আর্মিদের কাছে কিশোরী বয়সে নির্যাতিত হয়ে পুরো পরিবার নাফ নদী পাড়ি দিয়ে আশ্রয় নেয় বাংলাদেশের রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে। সেখানেও সে নির্যাতনের শিকার হয়। কয়েকবছর বাংলাদেশে থাকার পরে তার জীবনে প্রেমিক হিসেবে একজন আসে, সেও তাকে ফাঁদে ফেলে বিক্রি করে দেয় দালালদের হাতে। এরপর আবার তারা বাংলাদেশ ছেড়ে চলে যায় ইউ এন এইচ সি...