মাত্র ২১ ইনিংসে ৫৮ ছক্কা হাকিয়ে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় যৌথভাবে সপ্তম স্থানে চলে এসেছেন অভিষেক শর্মা। অভিষেক জাতীয় দলের জায়গা পান ২০২৪ সালের জুলাইয়ে, এরপর থেকে শুধু অস্ট্রিয়ার করণবীর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম তার চেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন। অস্ট্রিয়ার ব্যাটার করণবীর সিং হাঁকিয়েছেন ৯৯ ছক্কা এবং সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম হাঁকিয়েছেন ৬০টি। অভিষেক গড়ে প্রতি ৬.৮৩ বলে একটি ছক্কা হাঁকিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ বা তার বেশি ছক্কা হাকানো ১৫৩ ব্যাটারের মধ্যে এটি দ্বিতীয় দ্রুততম। প্রতি ৬.৬১ বলে একটি করে ছক্কা হাঁকিয়ে তালিকায় শীর্ষে রয়েছেন জিব্রাল্টারের ব্যাটার কায়রন স্ট্যাগনো। পূর্ণ সদস্যের দেশগুলোর মধ্যে অভিষেকের রেকর্ডই সেরা। পূর্ণ সদস্যের দেশগুলোর মধ্যে প্রতি ৭.২১ বলে একটি করে ছক্কা হাঁকিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন ক্যারিবিয়ান...