বসুন্ধরা আবাসিক এলাকায় সব ধরনের কেনাকাটা হাতের নাগালেই রয়েছে। সুপারশপ, শপিংমল, উন্নতমানের রেস্টুরেন্ট, ক্যাফেসহ কেনাকাটার প্রয়োজনীয় পণ্য পাওয়া যাচ্ছে পাশেই।এর সঙ্গে আরও বিভিন্ন ব্লকে যুক্ত হচ্ছে আধুনিক আরও নতুন তিনটি মল। ফলে সহজেই মিলবে গুণে-মানে সেরা নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে গৃহস্থালির জিনিসপত্র। এ ছাড়া বসুন্ধরার গেটগুলোর সংলগ্ন স্থানেও রয়েছে নানা ফ্যাশন হাউস। বসুন্ধরা আবাসিক এলাকার সবচেয়ে বড় সুখবর হচ্ছে প্রকল্পের প্রাণকেন্দ্র এন ব্লকে প্রায় ১০ বিঘা জমির ওপর নির্মীয়মাণ অত্যাধুনিক সুপার শপিং মল ‘বসুন্ধরা বাজার প্রতিদিন’। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চার লাখ বর্গফুটের বেইসমেন্টসহ সাততলার মলটিতে ক্রেতাদের কেনাকাটার সুবিধার জন্য বেসমেন্টে থাকবে কাঁচাবাজার। প্রথম তলায় থাকবে সুপারশপ, গৃহস্থালির সামগ্রীর দোকান, মুদি দোকান, নিত্যপণ্যের দোকান, ফার্মেসি, প্রসাধনীসামগ্রীর দোকান, সেলুন ও বিউটি পার্লার, লন্ড্রি, বেকারি-মিষ্টির দোকানসহ আরও অনেক কিছু। দ্বিতীয় ও তৃতীয়...