২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম প্রশ্ন : আমার দাদার ছাদ করা কবর ছিল। আমি এই কবরের পাকা কিছুদিন আগে ভেঙে ফেলি। এখন আমার বাবার অসিয়ত হচ্ছে উনার মৃত্যুর পর আমি যেন উনাকে বাড়িতে দাফন করি। কিন্তু ইসলাম তো আমজনতার কবরে দাফন করতে বলে। করণীয় কি? উত্তর : কারো মনোকষ্টের কারণ তৈরি না করে পাকা কবর সমান করে দেওয়া ঠিক আছে। এটি করার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন যেন কেউ এর বিরোধীতা করে কাজটির গুরুত্ব ও সৌন্দর্য নষ্ট না করতে পারে। আপনার পিতার ক্ষেত্রেও তাকে বোঝানোর চেষ্টা করতে হবে যে, সাধারণ কবরস্থানে কবর হওয়া উত্তম। যেখানে সাধারণত অন্য স্থাপনা হয় না। কবরে একা পড়ে থাকতে হয় না। কবরবাসীর সাথে থাকা যায়। কারো জন্য দোয়া হলে কিছু...