সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা সামনে রেখে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলো প্রায় দুই সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) পূজার ছুটি শুরুর কথা থাকলেও, আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সবশেষ ক্লাস-পরীক্ষা হয়েছে। তবে ভিন্নতা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোয় ছুটির তারতম্য দেখা যাচ্ছে।কলেজ ও উচ্চ মাধ্যমিকে ছুটি বেশিসরকারি-বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা ও টিচার্স ট্রেনিং (টিটি) কলেজগুলো সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে এগুলোতে পাঠ বন্ধ থাকবে টানা ১৬ দিন। আগামী ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকছে উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো।মাধ্যমিক স্তরে ১৪ দিনের ছুটিমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে এবং চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এর আগে সাপ্তাহিক ছুটি থাকায় মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট ১৪ দিন পাঠদান বন্ধ থাকবে।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক এস এম...