এশিয়া কাপের সুপার ফোরে আজ দুবাইতে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচটি অলিখিত সেমিফাইনাল। এই ম্যাচে জয়ী দল উঠে যাবে এবারের এশিয়া কাপের ফাইনালে। হারা দল বাদ পড়ে যাবে। ভারত আগেই ফাইনালে উঠে গেছে। এমন ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আগের দিন ভারতের বিপক্ষে খেলেননি অধিনায়ক লিটন দাস। আজও খেলছেন না তিনি। ফলে টানা দ্বিতীয় ম্যাচে অধিনায়ক জাকের। বাংলাদেশ দলে আজ হয়েছে তিনটি পরিবর্তন। বাদ পড়েছেন নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিদ হাসান। দলে ফিরেছেন মেহেদী হাসান, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ। পাকিস্তান আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে। সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী...