বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পরিষদের নির্বাচনকে ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার দাবি, এবার নির্বাচনের আগে নোংরামির মাত্রা আগের যেকোনো সময়কে ছাড়িয়ে গেছে। অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেট সংগঠকদের কাছ থেকেও তিনি একই কথা শুনেছেন বলে জানান তামিম। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিসিবি নির্বাচনে খসড়া ভোটার তালিকার আপত্তির শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে ভোটাধিকার থেকে বাদ পড়া গুলশান ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন তামিম। ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে সুপার লিগে খেলা সত্ত্বেও গুলশান ক্রিকেট ক্লাবকে ভোটার তালিকায় রাখা হয়নি। শুধু গুলশান নয়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ মিলিয়ে আরও ১৫টি ক্লাবকে ভোটাধিকার থেকে বাদ দেয়া হয়েছে। শুনানি শেষে সংবাদমাধ্যমের সামনে এসে তামিম বলেন, আমি নির্বাচন কমিশনকে বলেছি, এটা ক্রিকেট বোর্ডের ব্যাপার, ক্রিকেটের ব্যাপার। অনেক...