ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে স্লোভেনিয়া। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।আগস্টে স্লোভেনিয়া ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করা প্রথম ইইউ দেশ। এরও আগে তারা ইসরাইলি দুই মন্ত্রী—ইতামার বেন গভির ও বেজালেল স্মোত্রিচকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করে। কারণ, তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যামূলক বক্তব্য’ দিয়েছিলেন।২০২৪ সালের জুনে স্লোভেনিয়া নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ডের পথ অনুসরণ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। একই সঙ্গে দেশটি গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র সমালোচনা করে আসছে। প্রেসিডেন্ট নাতাশা পির্ক মুসার সরাসরি এ হামলাকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছেন।মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে মুসার বলেন, ‘আমাদের সঠিক কাজটি করতে হবে। আমরা হলোকাস্ট ঠেকাতে পারিনি, আমরা রুয়ান্ডার গণহত্যা ঠেকাতে পারিনি, আমরা স্রেব্রেনিৎসার গণহত্যা ঠেকাতে পারিনি। কিন্তু গাজার গণহত্যা...