গাছের চারা সংগ্রহ করার জন্য বন্ধু ও পরিচিতদের সাহায্য নিই, কখনো কখনো খোঁজ করি নার্সারিতে গিয়ে।এভাবে চারা খুঁজতে মনে আনন্দ হয়। সাধারণত অর্কিড আর ফল গাছের চারা আমাকে বেশি আকর্ষণ করে। কারণ, অর্কিডের সুন্দর রং ও ফুল আসলেই মনোমুগ্ধকর। আর ফলের গাছ পছন্দের পেছনে কারণ হল- এটি আমাদের ফুল,ফল এবং অক্সিজেন দেয়। ফুল আমাদের পরিবেশকে সুন্দর করে,ফল আমাদের শরীরকে পুষ্টি দেয় আর অক্সিজেন আমাদের জীবন বাঁচায়। সুতরাং ফলের গাছ আমাদের অনেক উপকার করে। বৃক্ষরোপণের প্রতি সবারই মন থেকে আগ্রহ থাকা উচিত। কারণ, গাছ ছাড়া আমরা শ্বাস নিতে...