বেসামরিক বিমান উপদেষ্টা হয়েও রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হওয়াকে ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ মনে করেন না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৃহস্পতিবার সচিবালয়ে পর্যটন দিবসের ব্রিফিংয়ে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন। সচিবালয়ে, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। শেখ বশিরউদ্দীনের ভাষ্য, ব্যবসায়ী হয়েও বাণিজ্যসহ ৩ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এই সময় কারও বৈধ স্বার্থহানি হয়েছে কি না তা খতিয়ে দেখার আহ্বান এই উপদেষ্টার। বিমান উপদেষ্টা হয়েও রাষ্ট্রীয় উড়োজাহাজ কোম্পানির চেয়ারম্যান হওয়া স্বার্থের সংঘাত কি না– এমন প্রশ্নে শেখ বশিরউদ্দীন জানান, আইন মেনেই নিয়োগ হয়েছে তার। উপদেষ্টা বশিরউদ্দীন বলেন, ‘বিমান হান্ড্রেড পার্সেন্ট ওউন্ড বাই দি মিনিস্ট্রি অব সিভিল অ্যাভিয়েশন। এখানকার সেক্রেটারিও চেয়ারম্যান। ওইটাও কি কনফ্লিক্ট অব ইনটারেস্ট হয়? এনবিআরের চেয়ারম্যান এখানকার মেম্বার,...