ইন্দোনেশিয়ায় পশ্চিম জাভার একটি স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে এ সপ্তাহে এক হাজারের বেশি শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতোর চালু করা কয়েকশ কোটি ডলারের ‘পুষ্টিকর খাবার কর্মসূচি’তে খাদ্য বিষক্রিয়ায় বিপুল সংখ্যক শিশু অসুস্থ হওয়ার এটিই সর্বসাম্প্রতিক ঘটনা। পশ্চিম জাভার ‘চিপংকর কমিউনিটি হেলথ সেন্টার’ এর প্রধান ইউইউন সারিহোতিমা বিবিসি ইন্দোনেশিয়াকে জানান, সোমবার থেকে বুধবারের মধ্যে মোট ১ হাজার ১৭১ জন শিক্ষার্থী খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। এর আগে গত সপ্তাহে পশ্চিম জাভা ও মধ্য সুলাওয়েসি প্রদেশে আরও ৮০০ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছিল। প্রেসিডেন্ট প্রবোও ঘোষিত এই বিনামূল্যের খাদ্য কর্মসূচির লক্ষ্য ছিল ৮ কোটি শিক্ষার্থীকে দুপুরে পুষ্টিকর খাবার দেওয়া। কিন্তু বারবার গণ খাদ্যবিষক্রিয়ার ঘটনায় কয়েকটি বেসরকারি সংগঠন কর্মসূচি স্থগিতের দাবি তুলেছে। তবে কমিউনিটি এমপাওয়ারমেন্ট সমন্বয় মন্ত্রী মুহাইমিন ইস্কান্দার বুধবার...