শর্টফিল্ম, মিউজিক্যাল ফিল্ম এবং ডকুফিল্ম প্রচারের জন্য নির্মাতা আবু রায়হান জুয়েল নিয়ে আসলেন নতুন প্ল্যাটফর্ম 'হোম থিয়েটার'। ইউটিউব ও সোশাল মিডিয়ায় পাওয়া যাবে এই প্ল্যাটফর্মটি। যেখানে পরিচালক জুয়েল নতুন পরিচালক ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র প্রচারের জায়গা করে দিচ্ছেন। জুয়েল গ্লিটজকে বলেন, তিনি ‘নারী, তুমি আওয়াজ তোলো’ নামের একটি শর্টফিল্ম আমি তৈরির পর খানিকটা বিপদে পড়েন। কারণ সে সময় তিনি লক্ষ্য করেন, ওই শর্টফিল্ম প্রচারের কোনো মাধ্যম নেই। "এখানে অনেক শর্টফিল্ম তৈরি হয়, যেগুলো বিভিন্ন ফেস্টিভ্যালে যায়, প্রশংসা পায় কিন্তু আমাদের দর্শকদের দেখানোর কোনো মাধ্যম নেই। সেই অনুধাবন থেকে আমি সিদ্ধান্ত নেই একটি প্ল্যাটফর্ম তৈরি করার। এখানে শর্টফিল্ম, মিউজিক্যাল ফিল্ম এবং ডকুফিল্ম প্রচার হবে।" জুয়েল জানিয়েছেন ‘হোম থিয়েটারে’ প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে দেখা যাচ্ছে ‘নারী, তুমি আওয়াজ তোলো’। এই সিনেমায়...