নাটোর সদর উপজেলায় প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রাইভেট কার চালকও। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে উপজেলার নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নাটোর সদর থানার ওসি মো. মাহাবুর রহমান। নিহত সাকিব হাসান (১৯) সদর উপজেলার মধ্য হাগুরিয়া এলাকার খলিলুর রহমানের ছেলে। ওসি মাহাবুর রহমান বলেন, বিকালে সাকিব ও তার এক বন্ধু দুটি মোটরসাইকেল নিয়ে মহাসড়কে দুত গতিতে প্রতিযোগিতা করতে থাকেন। এক পর্যায়ে রাসেল তেল পাম্পের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে সাকিবের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই সাকিব নিহত হন। এ ছাড়া প্রাইভেটকারেরও সামনের অংশ দুমড়েমুচড়ে...