রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ইস্যুকে কেন্দ্র করে সহ-উপাচার্য, প্রক্টরসহ শিক্ষক-কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি থেকে সরে এসেছেন বিএনপিপন্থি শিক্ষকরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে এ কর্মসূচি আপাতত স্থগিতের ঘোষণা দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মৌখিক প্রতিশ্রুতি ও রাকসু নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। তবে দ্রুততম সময়ের মধ্যে দাবি দৃশ্যমান না হলে পুনরায় কর্মসূচি দেবেন। আরও পড়ুনআরও পড়ুনরাকসু নির্বাচন: ১৭ কেন্দ্রে ভোটগ্রহণ, নিরাপত্তায় থাকবে ২০০০ পুলিশজাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার দুপুরে উপাচার্য মহোদয়ের আহ্বানে শিক্ষক ফোরামের নেতৃত্বে শাখা জিয়া পরিষদ ও ইউট্যাবের শিক্ষকদের নিয়ে এক আলোচনা সভা হয়। সভায়...