আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল। গতকাল (২৪ সেপ্টেম্বর) ছিল আপত্তি গ্রহণের তারিখ। যেখানে তামিম ইকবালের প্রার্থীতা নিয়ে প্রশ্ন উঠেছে। আজ বৃহস্পতিবার শুনানিতে যোগ দেন দেশ সেরা এই ওপেনার। সাবেক এই অধিনায়ক মনে করেন, তার প্রার্থীতা নিয়ে প্রশ্ন ওঠার কোনো সুযোগ নেই। মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেন, ‘আপনারা প্লিজ গঠনতন্ত্রটা বের করে দেখেন সাবেক ক্রিকেটার লেখা আছে। কিন্তু সাবেক ক্রিকেটারের কোনো ব্যাখ্যা আছে কিনা যে আমার অফিশিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে?’ তামিম সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ৫ মাস আগে ঢাকা প্রিমিয়ার লিগে। ফলে তাকে সাবেক ক্রিকেটার ধরতে বাধা নেই বলে জানিয়েছেন তামিম নিজেই। তিনি বলেন, ‘আমি যে সর্বশেষ ৫ মাসে একটা...