সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে ঢাকা কলেজ শিক্ষার্থীদের যাবতীয় ফি ও চার্জ আদায় করবে সোনালী ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি এবং ঢাকা কলেজের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার, (২৫ সেপ্টেম্বর ২০২৫) ঢাকা কলেজের টিচার্স লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর শেষে পরষ্পর চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান ও ঢাকা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক এ. কে. এম. ইলিয়াস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার মো. জামান মোল্লা, আকলিমা বেগম, ঢাকা কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক পারভীন সুলতানা হায়দার, স্টাফ কাউন্সিল সেক্রেটারি এ. কে. এম. রফিকুল আলমসহ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ঢাকা কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত...