বিশ্বের সঙ্গে মিল রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফার্মেসি বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে ২০২৫। এবারের প্রতিপাদ্য ছিল ‘থিঙ্ক হেলথ, থিঙ্ক ফার্মাসিস্ট’। বিশ্বের সঙ্গে মিল রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফার্মেসি বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে ২০২৫। এবারের প্রতিপাদ্য ছিল ‘থিঙ্ক হেলথ, থিঙ্ক ফার্মাসিস্ট’। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে র্যালি বের করা হয়। পরে শহীদ সাজিদ একাডেমিক ভবনের ফার্মেসি বিভাগের শ্রেণিকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ বলেন, “ভালো ক্যারিয়ার ও সফলতা অর্জনের জন্য কেবল সংগ্রাম নয়, পাশাপাশি দক্ষতা...