টানা দুই দিন মদ্যপান করে অনুশীলনে যোগ দিতেন, সপ্তাহান্তে ম্যাচ খেলে জোড়া গোল করে ফের টানা দুই দিন চালাতেন মদ্যপান- অনেকটা এমন ছিল ওয়েইন রুনির জীবন। অ্যালকোহলে এমন আসক্তিতে ডুবতে বসেছিলেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই স্ট্রাইকার। অকপটে সেই সময়ের বর্ণনা দিয়ে বললেন, সেই অবস্থা থেকে থেকে তাকে উদ্ধার করেন স্ত্রী কোলিন রুনি। ৩৯ বছর বয়সী রুনি ক্যারিয়ারের সমাপ্তি টানার সময় ছিলেন ইংল্যান্ড ও ইউনাইটের সর্বোচ্চ গোলদাতা। ক্লাব রেকর্ড টিকে আছে এখনও, ইংল্যান্ডের রেকর্ড নিজের করে নিয়েছেন হ্যারি কেইন। এমন রেকর্ড গড়া ক্যারিয়ার যেখানে ২০০৮ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, পাঁচবার জিতেছেন প্রিমিয়ার লিগ। রিও ফার্ডিন্যান্ড পডকাস্টে এসে তিনি জানালেন, মদের নেশায় অতলে তলিয়ে যাচ্ছিলেন এবং মারাও যেতে পারতেন, যদি না তাকে রক্ষা করতেন স্ত্রী কোলিন, যাকে তিনি বিয়ে করেন...