সুনামগঞ্জের দিরাই পৌর সদরের হাজী মাহমদ মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় দপ্তরী শহীদুল ইসলামকে (৪৫) মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার দুপুরে দিরাই থানা পয়েন্টে আয়োজিত মানববন্ধনে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে বক্তব্য দেন- শিক্ষক মাওলানা আজিজুর রহমান, শিক্ষার্থী মো. বশির আহমদ, সাফুওয়ান আহমেদ, আদনান আহমেদ, নাফি, কারিমুল হক, মারগুবুর রাহমান প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, পাশের বাগবাড়ী গ্রামের কয়েকজন বখাটে প্রায়ই ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে। বুধবার বিকেলে তারা মাদ্রাসা সংলগ্ন সড়কে দাঁড়িয়ে শ্রেণিকক্ষের জানালা দিয়ে ছাত্রীদের উত্যক্ত করলে দপ্তরী শহীদুল ইসলাম প্রতিবাদ জানান। কিছুক্ষণ পর অভিযুক্তরা মাদ্রাসায় ঢুকে তাকে মারধর করে আহত করে। বর্তমানে তিনি দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় শহীদুল ইসলাম বাদী...