ক্রিকেট মাঠে রাতের অপেক্ষা। দুবাইয়ে অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে তার আগেই কলম্বোর সবুজ গ্যালারিতে বাজল লাল-সবুজের জয়ের সুর। সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ কিশোর দল। ম্যাচের শুরুতেই ঝড় তোলে লাল-সবুজের তরুণরা। প্রথম চার মিনিটেই দুই গোল করে কার্যত নির্ধারণ করে দেয় খেলার ভাগ্য। তৃতীয় মিনিটে পাকিস্তানি গোলরক্ষকের ভুলে গোল পায় বাংলাদেশ। সতীর্থকে বল দিতে গিয়ে বিপদ ডেকে আনেন গোলরক্ষক, তার গ্রিপ ফসকে যাওয়া বল কেড়ে নিয়ে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ঠান্ডা মাথায় জালে পাঠান। এর এক মিনিট পরই আসে দ্বিতীয় গোল। ডান দিক দিয়ে বক্সে ঢুকে দুর্দান্ত একক কৌশলে পাকিস্তানের ডিফেন্ডারদের কাটিয়ে কোনাকুনি জোরালো শটে বল জালে জড়ান ফরোয়ার্ড অপু। মুহূর্তেই ২-০-তে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর অবশ্য আর গোলের দেখা পায়নি দুদলই। পাকিস্তান চেষ্টা...