চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চরতী এলাকায় অনুমোদনহীন, অবৈধ ও ঝুঁকিপূর্ণ গ্যাস ক্রস ফিলিংয়ের কারখানায় গুদামে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ আরও এক শ্রমিক মোহাম্মদ রাকিব (১৭) মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই নিয়ে দগ্ধ গুদামের মালিকসহ ৭জনের মৃত্যু হয়েছে। মৃত মোহাম্মদ রাকিব চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার মোহাম্মদ আমিনের ছেলে। মৃত্যুর বিষয়টি নিহতের ভাই রনি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার থেকে বুধবার পর্যন্ত একই ঘটনায় ওই গুদামের ৫ শ্রমিক মো. ইদ্রিস (২৬), মো. ইউসুফ (৩০), মোহাম্মদ হারুন (১৭), মোহাম্মদ ছালে (৩০), মোহাম্মদ রিয়াজ (২১) এবং গুদামের মালিক মাহাবুবুর রহমান মাহাবু (৪৭) মারা যান। একই ঘটনায় আহত হয়ে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে...