জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে চলন্ত সিঁড়ি বন্ধ হওয়া, টেলিপ্রম্পটার বিকল ও অডিও সমস্যাকে ‘ত্রয়ী নাশকতা’র (ট্রিপল স্যাবোটাজ) শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিউইয়র্কে এ ঘটনার পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে তাৎক্ষণিক তদন্ত দাবি করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, তার জাতিসংঘ সফরে তিনটি সন্দেহজনক ঘটনা ঘটে। এগুলো হলো, চলন্ত সিঁড়ি (এসকেলেটর) হঠাৎ থেমে যাওয়া, ভাষণের সময় টেলিপ্রম্পটার বিকল হয়ে পড়া এবং অডিও সমস্যায় ভাষণ শ্রোতাদের কাছে পৌঁছাতে না পারা। ট্রাম্প লিখেছেন, এটি কাকতালীয় নয়, এটি ছিল জাতিসংঘে ত্রিগুণ নাশকতা। দায়ীদের লজ্জিত হওয়া উচিত। এস্কেলেটরের ঘটনায় ট্রাম্প অভিযোগ করেছেন, এটি ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে। তিনি নিরাপত্তা ফুটেজ সংরক্ষণের...