বিসিবি নির্বাচনে ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর হিসেবে সাবেক অধিনায়ক তামিম ইকবালের প্রার্থিতা নিয়ে ওঠা আপত্তি শেষ পর্যন্ত খারিজ করেছে নির্বাচন কমিশন। রহস্যজনকভাবে জমা পড়া ওই অভিযোগে বলা হয়েছিল, তামিম এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি, তিনি সংগঠক নন এবং ক্লাবের সদস্যও নন। তবে আপত্তির দায়ভার যাঁর ওপর চাপানো হয়েছিল, সাবেক ক্রিকেটার হালিম শাহ নিজেই জানিয়েছেন তিনি কোনো চিঠি দেননি। ওল্ড ডিওএইচএস ক্লাবের সভাপতি খালেদ মাহমুদও নিশ্চিত করেছেন, তামিম এখন ক্লাবটির যুগ্ম সম্পাদক এবং ক্লাবের অনুমোদন নিয়েই কাউন্সিলর হয়েছেন। আপত্তির শুনানি শেষে আজ সন্ধ্যায় মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেইন জানিয়েছেন, তাঁরা এটি আমলে নিচ্ছেন না। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা চিঠিটি পেয়েছি। তবে, যিনি এই আপত্তি জানিয়েছেন, তিনি আজ শুনানিতে উপস্থিত থেকে...