নেত্রকোণায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১০২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় আবুল বাশার (৩৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সদর উপজেলার রাইদুম রৌহা ইউনিয়নের জামতলা বাজারের পাশের রাস্তা থেকে তাকে আটক করা হয়। আবুল বাশার জেলা সদরের শিমুলকান্দি গ্রামের আব্দুল আজিজের ছেলে।আরো পড়ুন:খাগড়াছড়িতে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটকনারায়ণগঞ্জের জিমখানায় যৌথ বাহিনীর অভিযানে আটক ২৪ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে জামতলা বাজারের পাশের রাস্তায় অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় সন্দেহজনক একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে...