প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, শাপলা প্রতীক চেয়েছিল নাগরিক ঐক্য। কিন্তু তাদের দেয়া হয়নি। এই প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবির ব্যাপারে আর কিছু বলতে চাই না আমি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে নিজের দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। তার বক্তব্য হচ্ছে, নির্বাচন কমিশনের সচিব শাপলা প্রতীকের ব্যাপারে বক্তব্য দিয়েছেন। এরপর তিনি কিছু বলতে চান না। বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ভোটের প্রতীকের তালিকায় শাপলা নেই। সেজন্য এনসিপিকে বিকল্প প্রতীকের জন্য বলা হবে। এদিকে এনসিপির পক্ষ থেকে শাপলা প্রতীক চেয়ে আবারও নির্বাচনে কমিশনে চিঠি দেয়া হয়েছে। এছাড়া শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয়, তা দেখে নেবে-এমন বক্তব্য দিয়েছেন এনসিপির একজন নেতা।...