২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম ম্যাচের শুরুতেই দুই গোলের লিড নিল বাংলাদেশ। সেই গোল আর পরিশোধ করতে পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত স্পষ্ট ব্যবধানে জিতেই সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠে গেললাল সবুজের প্রতিনিধিরা। কলম্বোর রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃহস্পতিবার পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। তৃতীয় মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলে এগিয়ে যায় দল। পাকিস্তানের গোলরক্ষক সামার রাজ্জাক সতীর্থকে বল দেবার সময় কেড়ে নেন বাংলাদেশের ফরোয়ার্ড অপু রহমান। তার পাসেই নাজমুল ডান পায়ের প্লেসিং শটে সামারকে পরাস্ত করেন। পরের মিনিটে ব্যবধান দ্বিগুন করেন অপু। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পাকিস্তানের দুই ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। ম্যাচের শুরুতেই দুই গোল হজম করে পাকিস্তান আর লড়াইয়ে ফিরতে পারেনি। এর মাধ্যমে আসরে...