বাংলাদেশের আর্থ-সামাজিক, আইনের শাসন এবং গণতন্ত্রের উন্নয়নে ও বিকাশে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন বিশ্ব নেতারা।বৈঠকে রোহিঙ্গাদের জন্য অর্থায়ন কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়েও আলোচনা হয়। বিশ্ব নেতারা বাংলাদেশের রোহিঙ্গা সংকটের যে কোন সমাধানে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।বুধবার (নিউইয়র্ক স্থানীয় সময়) জাতিসংঘের সাইড লাইনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে তারা এ আশ্বাস দেন।প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত প্রতিটি বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচনে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়েও আলোচনা হয়। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে তারা প্রয়োজনীয় সহায়তারও আশ্বাস দেন।প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইতালি, পাকিস্তান, ফিনল্যান্ড ও কসোভো এই চার দেশের সরকার বা রাষ্ট্র প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন।অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে অনুরোধ করলে তিনি বাংলাদেশ-ইতালি বাণিজ্য...