বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন যতটাই ঘনিয়ে আসছে ততটাই যেন নোংরামি বাড়ছে, এমনটাই মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়া তামিম নির্বাচনে অংশগ্রহণ করছেন। কিন্তু তার কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি উঠেছে। নিজের কাউন্সিলরশিপের আপত্তির শুনানিতে আজ তাকে হাজির হতে হয়েছিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে কেবল একটি পরিচয়ে তামিম গিয়েছেন মিরপুরে। চেনা আঙ্গিনায় তামিমের আজকের পরিচয় কেবল ক্রিকেট সংগঠক হিসেবে। নির্বাচনের আগে যা হচ্ছে তা অনুকল্পনা করেননি তিনি। তাইতো তার ভাষায় নোংরামি বাদ দিয়ে ক্রিকেটের বৃহৎ স্বার্থ দেখার আহ্বান জানিয়েছেন তিনি।আরো পড়ুন:বিসিবি নির্বাচন: তামিমের কাউন্সিলরশিপসহ ৩০ আপত্তি জমাবিসিবি নির্বাচন নিয়ে ক্রিকেটাররা একাট্টা বিসিবি নির্বাচন: তামিমের কাউন্সিলরশিপসহ ৩০ আপত্তি জমা তামিমের কাউন্সিলরশিপ অবৈধ দাবি করে বলা হয়েছে, তিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে...