রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জামায়াতপন্থি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পর এবার কর্মবিরতি স্থগিত করেছেন বিএনপিপন্থি শিক্ষকরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর পাশে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে মাননীয় উপাচার্যের আহ্বানে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃত্বে জিয়া পরিষদ ও ইউট্যাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষকবৃন্দ এক আলোচনা সভায় মিলিত হন। উক্ত সভায় বিস্তারিত আলোচনা শেষে উপাচার্য শিক্ষক নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে, গত ২০ সেপ্টেম্বরের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে দ্রুততম সময়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি আরও বলেন, উপাচার্যের মোখিক প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে এবং রাকসু নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল ২৬ সেপ্টেম্বর...