যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর থেকেই দেশটির সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে পাকিস্তান সরকারের। বিশেষ করে চলতি বছরের এপ্রিল-মে মাসে ভারত-পাকিস্তান সংঘাত চলাকালে এবং এর পরবর্তী সময়ে বিষয়টি বেশ কয়েকবার স্পষ্ট হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইতোমধ্যে একাধিকবার সরাসরি সাক্ষাৎ হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনীর। এ ধারাবাহিকতায় এবার নিউইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকেও হোয়াইট হাউসে বৈঠকের জন্য দাওয়াত পেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে মার্কিন প্রেসিডেন্টের ওভাল অফিসে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। খবর জিও নিউজের। পাক প্রধানমন্ত্রীর সঙ্গে কে বা কারা এ বৈঠকে অংশ নিচ্ছেন, তা স্পষ্টভাবে জানানো না হয়নি পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে। তবে সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনীর বৈঠকে উপস্থিত থাকতে পারেন...