গত মাসে গাজায় নাসের হাসপাতালের ওপর হামলায় নিজ নিজ সংবাদকর্মী নিহত হওয়ার ঘটনায় ইসরাইলের কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও রয়টার্স। দুই সংস্থা বলেছে, এ ধরনের হামলা যাতে আর না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। সংস্থাগুলোর প্রধান সম্পাদক আলেসান্দ্রা গালোনি (রয়টার্স) ও জুলি পেস (এপি) এক যৌথ বিবৃতিতে ইসরাইলি সরকারকে আহ্বান জানিয়েছেন, ‘এই সাংবাদিকদের মৃত্যুর ব্যাখ্যা দিতে হবে এবং যারা এখনো সংঘাত কভার করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব পদক্ষেপ নিতে হবে।’ আরও পড়ুনআরও পড়ুনগাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় চার সাংবাদিকসহ নিহত ১৯ গত মাসে এই হামলায় পাঁচ সাংবাদিক নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন এপির হয়ে কাজ করা ভিজ্যুয়াল সাংবাদিক মরিয়ম দাগ্গা, রয়টার্স...