বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ পরিবর্তন হয়েছে। দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামী বর্তমানে বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ। বলা যেতে পারে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতের। কিন্তু এই মুহূর্তে বিএনপির মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে- দলের ভেতরেই কে বিএনপি, কে জামায়াত তা নির্ণয় করা। ২০১৪ সালের পর থেকে জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড প্রকাশ্যে অনুপস্থিত থাকার কারণে বিএনপির রাজনীতিতে মিশে যায় বড় একটি অংশ। অন্যদিকে নতুন কর্মীদের আওয়ামী এবং ছাত্রলীগে অনুপ্রবেশ করানো হয়। আর বড় একটি অংশ নিজেদের রাজনীতি থেকে গুটিয়ে রাখেন। যারা চিহ্নিত ছিলেন, তারা লুকিয়ে গোপনে রাজনৈতিক তৎপরতা অব্যাহত রাখেন। বিএনপি-জামায়াতসহ মুক্তিকামী রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রচেষ্টায় ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে বিতাড়িত হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তবে ৫ আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর বিএনপি বড় আদর্শিক সংকটে পড়েছে। বিএনপির রাজনীতির আদর্শ রপ্ত করে...