দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:১৫:৫২ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। বগুড়া:দুপচাঁচিয়ার তালোড়া চৌধুরী পাড়া সদ্য নির্মাণকৃত রাস্তার অনিয়ম ও দুর্নীতির কারণে জনগণের চলাচলে দুর্ভোগের প্রতিকার চেয়ে ইউএনও’র নিকট গত ২১সেপ্টেম্বর রোববার আবেদন করেছেন এলাকার ভুক্তভোগিরা। আবেদন সৃত্রে জানা যায়, উপজেলাধীন তালোড়া পৌরসভার ১নং ওয়ার্ডের চৌধুরী পাড়ার রাস্তা গত সপ্তাহে মসজিদ হইতে সাংবাদিক রায়হান চৌধুরীর বাড়ী পর্যন্ত নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজে বহু অনিয়মের অভিযোগ করেছেন এলাকার ভুক্তভোগীরা।অভিযোগে তারা উল্লেখ করেন পুরাতন রাস্তার ইট ধৌত ও পরিষ্কার না করে কাদা-মাটিসহ কোথাও রেজিং দেয়া হইয়াছে আবার কোথাও রেজিং দেয়া হয়নি। ফলে এখনই অনেক জায়গায় রেজিং এর ইট উঠে গেছে। রাস্তার উপরে বৃষ্টির পানি জমে থাকায় জনগণ ও স্কুলগামী শিক্ষার্থীরা ও বৃদ্ধদের চলাচলে দুর্ভোগে পড়তে...