লিবিয়া থেকে নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহের চেষ্টার অভিযোগে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি প্রথম সাবেক ফরাসি প্রেসিডেন্ট যিনি কারাগারে সাজা ভোগ করবেন। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে। লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে লিবিয়া থেকে ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তহবিল সংগ্রহের জন্য ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে চেষ্টা চালিয়েছিলেন সারকোজি। ওই ঘটনায় দায়ের করা মামলায় তাকে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকা সারকোজি রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। তবে আপিল করলেও তাকে শুনানি পর্যন্ত কারাগারে থাকতে হবে। আদালত কক্ষ থেকে বেরিয়ে আসার সময় উত্তেজিত সারকোজি এই রায়কে...