মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ বৃহস্পতিবার ৩৯ পৃষ্ঠার এই অভিযোগ দাখিল করা হয়। অভিযোগ গঠনের শুনানির জন্য ট্রাইব্যুনাল আগামী ২৯ সেপ্টেম্বর দিন রেখেছে; ওই দিন ইনুকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে বলে কৌঁসুলি মিজানুল ইসলাম জানিয়েছেন। পুলিশ গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে। বিভিন্ন মামলায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কৌঁসুলি মিজানুল ইসলামের বক্তব্যে বলা হয়, “শেখ হাসিনার ভাষায় রণক্ষেত্রের সহযোদ্ধা হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগে ফরমাল চার্জ আমরা দাখিল করেছি। অনারেবল ট্রাইব্যুনাল-২ আমাদের ফরমাল চার্জ, সংশ্লিষ্ট ডকুমেন্ট বিবেচনা করে, আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগ আমলে নিয়েছেন। আগামী ২৯ তারিখ...