‘ডু অর ডাই’ ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ কে ঘিরে বর্তমানে সমর্থকদের মাঝে উত্তেজনা তুঙ্গে। এবার ম্যাচ নিয়ে মন্তব্য করলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা। তিনি মনে করেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে পাকিস্তানের অন্যতম ভরসা হতে পারেন স্পিনার আবরার আহমেদ। সেই সাথে তিনি বাংলাদেশ দলের ব্যাটিং ও ফিল্ডিং এর উন্নতির প্রশংসা করেন। পাকিস্তানের বোলিং ইউনিট নিয়ে রাজা বেশ আশাবাদী। বিশেষ করে স্পিনার আবরার আহমেদের সাম্প্রতিক পারফরম্যান্স পাকিস্তানের বড় ভরসার জায়গা হতে পারে বলে তিনি জানান। ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দল কুলদীপ যাদবের বল স্বাচ্ছন্দের সাথে খেলতে না পারায় রাজা আশা করেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আবরার আহমেদ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন। রমিজ বলেন, ‘আবরার অসাধারণ পারফরম্যান্স দেখাতে পারে। তিনি রহস্যময় বোলার এবং ভালো ফর্মে আছেন। যখনই পাকিস্তানের...