“খেলোয়াড়ি জীবনে একসময় ‘ফিয়ারলেস’ ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিল আপনার, বিসিবি নির্বাচনে কি চাপ অনুভব করছেন?”, তামিম ইকবালের কাছে প্রশ্নটি করা হলো তার ব্যাটিংয়ের ধরনকে মিলিয়ে। বাংলাদেশের সাবেক অধিনায়ক অকপটেই বললেন, “আমি তো ফিয়ারলেসভাবে চেষ্টা করছি। আমার ওপরে অনেক চাপ আছে। কালকে আমার কাউন্সিলরশিপ বাতিলও হয়ে যেতে পারে। কেন হতে পারে, এটা আপনারা খুব ভালো করেই বোঝেন…।” তামিমের ক্ষোভ ও হতাশার শেষ নয় এখানেই। কয়েকদিন আগে একটি সংবাদ সম্মেলনে যে অভিযোগগুলো করেছিলেন তিনি, সেগুলোই যে এখন হচ্ছে, তা মনে করিয়ে দিলেন দেশের সফলতম ওপেনার। বিসিবি নির্বাচনে সরকারের একটি অংশের প্রভাব বিস্তারের কথা অভিযোগ আবার তুলে ধরে ধরলেন তিনি। তার শঙ্কা, বিসিবি নির্বাচনে তাকে অংশ নিতে নাও দেওয়া হতে পারে। এত অভিযোগের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করেন কি না,...