বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ।বুধবার (২৪ সেপ্টেম্বর) লন্ডন সময় সন্ধ্যায় সাক্ষাৎ করেন তারা।এ সময় দুজনের মধ্যে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয়।সাক্ষাতের বিষয়ে ড. ফরিদুজ্জামান গণমাধ্যমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘদিন পর এ সাক্ষাৎ এমন এক পরিবেশের মধ্যে ছিল, যা চিরদিন মনে রাখার মতো। তারেক রহমান অতি দ্রুত দেশে আসবেন বলেও তিনি জানান।এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না ইসি : সারজিসএ সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন তিনি।জানা গেছে, ড. ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল- ২ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী। ইতোমধ্যে তিনি তার নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ চালাচ্ছেন। প্রতিনিয়ত...