চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী নাউরী বাজারে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা অন্যত্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ১৯৮৮ সালে বিদ্যালয়ের ভবনে যাত্রা শুরু করে এ ব্যাংক শাখা। গত ৩৮ বছর ধরে সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের তহবিল থেকে লক্ষাধিক টাকা ব্যয় করে নতুন ভবনও নির্মাণ করা হয়েছে। অথচ সম্প্রতি প্রভাবশালী একটি মহলের প্ররোচনায় শাখাটি অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “নাউরীতেই এ ব্যাংক শাখা থাকবে। কেউ স্থানান্তরের চেষ্টা করলে কঠোর আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে।” এ বিষয়ে ইতোমধ্যেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক শাখা, চাঁদপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে বলেও তারা জানান। সংবাদ সম্মেলনে...