ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদ শীর্ষে। মাঠে কিংবা মাঠের বাইরে, সবজায়গায় চলে যুক্তি, তর্ক আর মনস্তাত্ত্বিক লড়াই। এবারের এশিয়া কাপেও এর ব্যতিক্রম হয়নি। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সাথে হাত না মেলানোয় বেশ বিতর্কের মুখে পড়ে ভারতীয় ক্রিকেট দল। এবার সুপার ফোরের ম্যাচে পাকিস্তানি পেসার হারিস রউফ ও ব্যাটার শাহিবজাদা ফারহানের উদযাপন নিয়ে আইসিসি তে অভিযোগ জানিয়েছে ভারতীয় ক্রিকেট সংস্থা বিসিসিআই। গত বুধবার ই-মেইলের মাধ্যমে হারিস রউফ ও শাহিবজাদা ফারহানের বিরুদ্ধে আইসিসিতে বিসিসিআই অভিযোগ করেছে বলে জানা যায়। হারিস রউফ ও ফারহান যদি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে; তাহলে আইসিসির শুনানির মুখোমুখি হতে পারেন এই দুই পাকিস্তানি ক্রিকেটার। সেক্ষেত্রে, শুনানি পরিচালনা করতে পারেন টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ রেফারির দ্বায়িত্বে থাকা রিচি রিচার্ডসন। এবারের এশিয়া কাপে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিয়ে...